অনলাইন ডেস্ক :
রাকিব মোসাব্বির বাংলা সঙ্গীতে নতুন এক বিরল রেকর্ড স্থাপন করলো। তিনি বাংলা গানে Human ভোকালের পাশাপাশি A.i Vocal কেও জনপ্রিয় করে তুললো এবং এখন এটি ট্রেন্ডিং এ আছে। ১০০ মিলিয়ন ভিউস পার করেছে সোশ্যাল মিডিয়ায় Human & A.i ভোকালের মিশেলে সেই ডুয়েট গানটি। এটি বাংলাদেশের সঙ্গীতে প্রথম বিরল রেকর্ড এবং বিশ্বে বাংলা সঙ্গীতেও এটি বিরল রেকর্ড। গানের নাম : নিভু নিভু প্রেম। মায়া খান নামে A.i ভোকালটির জনক রাকিব মোসাব্বির। এই পর্যন্ত মায়া খান রাকিবের সঙ্গে ৫টি গানে কন্ঠ দিয়েছেন। এর মধ্যে নিভু নিভু প্রেম সবচেয়ে বেশি ভিউস ও আয় করছে। ধারণা করা হচ্ছে দুই মাসে 'নিভু নিভু প্রেম' গানটির অডিও স্ট্রেমিং থেকে সম্ভাব্য আয় হতে পারে ৩০০ ইউরো, ইউটিউব থেকে আয় হতে পারে ১০০ ডলার এবং ফেসবুক, স্বাধীন মিউজিক ও কলার টিউন থেকে সীমিত অংকের আয় হতে পারে। গানটি টিকটকে ১০০ মিলিয়ন ভিউস, ইউটিউবে পনে ২ লাখ ভিউস, ফেসবুকে ৫ লাখ ভিউস এবং ইন্সটাগ্রামে পনে ১ লাখ ভিউস।
এছাড়া বাংলা সঙ্গীতে রাকিব মোসাব্বিরের আরও কয়েকটি বিরল রেকর্ড হচ্ছে-
১. বাংলাদেশের পাইরেসি ও অনলাইন যুগের প্রথম ভাইরাল গান 'যারে আমার মন' (২০০৭)।
২. বাংলা সঙ্গীতে ল্যাটিন বা রেজ্ঞাটোন প্যার্টানের সবচেয়ে জনপ্রিয় গান 'জ্বালা' (২০১৩)।
৩. বাংলাদেশের ফিতা ক্যাসেটে লাস্ট একক অ্যালবাম 'যারে আমার মন'(২০০৮)।
৪. বাংলাদেশের সর্বকালের সেরা কোয়ালিটি কয়েকটি মিউজিক ভিডিওর একটি তার। গানটির নাম 'সাত পাকের জীবন' (২০১৩)।
৫. বাংলাদেশের লাস্ট সিডি আকারে প্রকাশিত একক অ্যালবাম 'মায়াবতী ময়না' (লেজার ভিশন, ২০১৬)। 'আমাকে জড়িয়ে রাখো' (২০১৭)।
৬. সম্পূর্ণ একক তত্বাবধানে অ্যালবাম প্রকাশিত (কোন একক অ্যালবামে এককভাবে অডিও ও ভিডিও তৈরি'সহ শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার, প্রডিউসার ও নির্মাতা হিসেবে অ্যালবাম প্রকাশ)।(মায়াবতী ময়না, ২০১৬)।
৭. রাকিব মোসাব্বির এমন একজন শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক যিনি ফিতা ক্যাসেটের যুগ, সিডির যুগ, পাইরেসির যুগ, মেমোরি কার্ডের যুগ, কলার টিউনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ওটিটির যুগ সব যুগেই সমান তালে তার গান শ্রোতাপ্রিয় ও ব্যবসা সফল হচ্ছে।
৮. বাংলাদেশের ইউটিউব জগতে সর্বোচ্চ ভিউসের সেরা দশটি গানের একটি গান তার। বাংলা সঙ্গীতে ইউটিউবের সর্বোচ্চ ভিউস হওয়া টপ টেন গানের মধ্যে রয়েছে তার সুর, সঙ্গীত ও যৌথ গায়কীর গান 'মন পিঞ্জিরা'। (২০১৮)
৯. মাইলসের পর ভারতে তার গানের সুর কপি করেছে ভারতের সঙ্গীতের লোকেরা। তারা 'মন পিঞ্জিরা টু (সখী আমার সংসার সাজাইছে, ২০১৯) এবং বুলবুলি (২০১৪) গান দুটি পুরোলিয়া ও আসামে কপি করা হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited