 
     অনলাইন ডেস্ক :
অনলাইন ডেস্ক :
বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে ইয়েমেন অনূর্ধ্ব-১৭ দল। রোববার (৯ অক্টোব) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ হয়।
এই জয়ে ‘ই’ গ্রুপে তিন ম্যাচের ৩টিই জিতে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করলো ইয়েমেন। অপরদিকে সমান ম্যাচে দুই জয়, এক হার সঙ্গী হওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে বাছাই পার হওয়া। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ মিনিটে তুয়াইকি এগিয়ে দেন ইয়েমেনকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোমান। প্রথমার্ধে যোগ করা সময়ে ৩-০ করেন কাশেম। দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে কাজে লাগাতে পারেনি। বরং ৭৮ মিনিটে আমেরের গোলে ব্যবধান আরও বাড়ায় ইয়েমেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের সহজ জয় পায় দলটি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited