অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি সিরিজ পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও পরাজিত করেছে স্বাগতিক জিম্বাবুয়। রোববার (৭ আগস্ট) দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
এবার তৃতীয় ম্যাচেও জয়ের আশার কথা জানালেন দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান রেগিস চাকাভা। চাকাভা সিরিজ জয়ের পর বলেন, 'খুবই বড় অর্জন এটি। আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। সিরিজ জিততে পেরে ভালো লাগছে। আমরা পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমরা ভালো খেলা চালিয়ে যেতে চাই। শেষ ম্যাচটিও জেতার চেষ্টা করবো' গতকাল ৭৫ বলে ১০২ রানের ইনিংস খেলেন এই তারকা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited