অনলাইন ডেস্ক :
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়ে দু'মাস জেলের ভাত খেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। মামলা থেকে রেহাই পেতে আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু কুন্দ্রার সেই আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাই পুলিশ। তারা বলছে, তার বিরুদ্ধে প্রাথমিক যা যা অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। জানা যায়, গত ২০ অগস্ট এই মামলা থেকে রাজের রেহাই চেয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন জমা করেন তার আইনজীবী প্রশান্ত পাটিল। সেই আবেদনে বলা হয়, হটশটস নামক অ্যাপ্লিকশনে থাকা পর্নোগ্রাফি ছবি বা ভিডিও থেকে রাজ কোনো ধরনের আর্থিক সুবিধা পাননি। পুলিশের দাবি, রাজকে নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। তাই তাকে অভিযোগ থেকে রেহাই দেয়া উচিত হবে না। সৌরভ কুশওয়া বলে এক ব্যক্তির সঙ্গে 'আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড' বলে একটি সংস্থা চালাতেন রাজ। হটশটসে ছবি-ভিডিও আপলোড করাই ছিল সেই সংস্থার প্রধান কাজ। সৌরভ এবং রায়ান থর্প বলে এক সহকারীকে এই দিকটি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাজ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited