উত্তর কোরিয়া আবারও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি নতুন তৈরি করা অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এর আগে মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম জং উনের দেশ। সেটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে পরে জানানো হয় দেশটির পক্ষ থেকে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, এ অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের ‘উল্লেখযোগ্য যুদ্ধক্ষমতা’ রয়েছে এবং অন্যান্য নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল, তা সম্পর্কে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, নতুন ক্ষেপণাস্ত্রটি পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত ‘পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্রের একটি। এ অস্ত্র সব ক্ষেত্রে দেশের আত্মরক্ষার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited