চঞ্চল চৌধুরীকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা নির্মাণ করেছেন প্রথম ওয়েবফিল্ম ‘মুন্সিগিরি’। এবার এই নির্মাতা ওয়েব ফিল্মটি মুক্তির জন্য বেছে নিলেন ‘আয়নাবাজি’র মুক্তির দিনটিকেই! আয়নাবাজি মুক্তির ৫ বছর পর ঠিক ৩০ সেপ্টেম্বরই দেশীয় প্লাটফর্ম চরকিতে দর্শক দেখতে পারবেন অমিতাভ রেজার ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। তার আগে মঙ্গলবার রাতে প্রকাশ পেয়েছে ওয়েব সিনেমাটির ট্রেলার। সেখানে দেখা যায়, একেবারেই সাদামাটা, সাবেকি অথচ প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সি। সিনেমার পুরো ট্রেইলারে দেখা যায় রহস্য আর তার জট খোলার প্রচেষ্টার আভাস।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited