অনলাইন ডেস্ক :
আইটেম ঘরানার শিরোনাম ‘পানি পানি’তে কণ্ঠ নিয়ে সাড়া ফেলেছেন তরুণ গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। এ গানের ভিডিওতে থাকছে বিশাল চমক। বড় আয়োজনে সিনেমাটিক আবহে নির্মিত হচ্ছে গানটি। বিএফডিসিতে জমকালো সেট তৈরি করে ‘পানি পানি’ গানের ভিডিও বানাচ্ছেন সৈকত নাসির। এতে মডেল হয়েছেন ‘মাসুদ রানা’ সিনেমার নায়ক রাসেল রানা ও নবাগত সোনিয়া খান। তাদের সঙ্গে আরো আছেন প্রায় ১০০ নৃত্যশিল্পী। চৌধুরী এস হাসানের লেখা গানটিতে সুর ও সঙ্গীত দিয়েছেন নাভেদ পারভেজ। পর্যটন নগরী কক্সবাজারেও হয়েছে এর চিত্রায়ন। সবমিলে চোখ ধাঁধানো একটি মিউজিক ভিডিও হচ্ছে, দাবি সংশ্লিষ্টদের। নির্মাতা সৈকত নাসির বলেন, মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে। জানা গেছে, আসন্ন রোজার ঈদ উপলক্ষে নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রকাশিত হবে মিউজিক ভিডিওটি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited