অনলাইন ডেস্ক :
রাত পোহালেই বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীর সর্ববৃহৎ উৎসব আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) চারুকলা অনুষদ। তাই দিনটিকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে রাবি শিক্ষার্থীরা। গত দুইবছর করোনা মহামারী কারণে ছোট পরিসরে আয়েজন করা হলেও এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে এবার পহেলা বৈশাখ পালিত হবে ভিন্ন আঙ্গিকে। দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বৈশাখের আয়োজন। হালখাতা এবং মিষ্টিমুখ করার মাধ্যমে দিনটি উৎযাপন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারের পহেলা বৈশাখে থাকছেনা শোভাযাত্রা। এ বছর পবিত্র মাহে রমজান এবং বাংলা নববর্ষ একই মাসে অনুষ্ঠিত হওয়ায় সংক্ষিপ্ত করা হয়েছে কর্মসূচী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন পালনের স্বার্থে বিকেল ৫টার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করাসহ বহিরাগতদের বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited