অনলাইন ডেস্ক :
চলতি বছরের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে নোবেল কর্তৃপক্ষ। বেল ইনিকোয়ালিটিস এবং পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানে জন্য পদার্থবিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লসার এবং অ্যান্টন জেলিঙ্গার। মঙ্গলবার (৪ অক্টোবর) স্টকহোমে এক অনুষ্ঠানে এ পুরস্কারের জন্য যৌথভাবে এই তিন জনের নাম ঘোষণা করে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স। পুরস্কারের অর্থমূল্য বাবদ প্রায় ১ কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে পাবেন এই তিন বিজ্ঞানী। এর আগে, গতকাল (সোমবার) বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited