অনলাইন ডেস্ক :
ন্যাটোর সম্ভাব্য সদস্যপদ নিয়ে আগামী সপ্তাহে তাদের পার্লামেন্টে আলোচনা শুরু করা হবে। গ্রীষ্মের আগেই বিষয়টি নিয়ে আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এ সিদ্ধান্ত নেয়ায় সুইডেন ও ফিনল্যান্ডকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া। দেশ দুটিকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, এমন পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনতে কোনো ভূমিকা রাখবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সোমবার (১১ এপ্রিল) সাংবাদিকদের বলেন, 'এটি (ন্যাটো) এমন কোনো জোট নয় যা শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। এর আরও সম্প্রসারণ ইউরোপে অতিরিক্ত নিরাপত্তা বয়ে আনবে না'।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited