অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, 'এই নিম্নচাপের প্রভাব বাংলাদেশের ওপর খুব বেশি পড়বে না। তবে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীতে কোনো সতর্কতা সংকেত জারি করা হয়নি।' আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited