অনলাইন ডেস্ক :
চাঁদের উদ্দেশ্যে ২০২১ সালেই যাত্রা শুরু করবে রকেট ল্যাবের মহাকাশযান। মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে নিউজিল্যান্ডে অবস্থিত নিজ লঞ্চ প্যাড থেকে শুরু হবে তাদের ‘ক্যাপস্টোন’ মিশন। নাসার ‘আর্টেমিস’ প্রকল্পের অগ্রণী মিশন হিসেবে কাজ করবে রকেট ল্যাবের ‘সিসলুনার অটোনোমাস পজিশনিং সিস্টেম টেকনোলজি অপারেশনস অ্যান্ড নেভিগেশন এক্সপেরিমেন্ট’ বা ‘ক্যাপস্টোন’। চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে মহাকাশযানের ‘প্রোপালশন সিস্টেমের’ কার্যকারিতা এবং দুটি মহাকাশযানের মধ্যকার ‘নেভিগেশন সিস্টেমের’ কার্যক্ষমতা যাচাই করে দেখবে মিশনটি। এর পাশাপাশি ভবিষ্যত মিশনের ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের সমর্থনের সম্ভাব্যতা তুলে ধরাও রকেট ল্যাবের একটি উদ্দেশ্য বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। ‘ক্যাপস্টোন’ মিশন সফল হলে চাঁদের কক্ষপথে নিরাপদে পৌঁছানোর ভরসা পাবে নাসার নিজস্ব মহাকাশযান।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited