অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস রচনা করে আজ শনিবার (১৫ জানুয়ারি) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে টাইগারদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছায় বিকেল ৫টায়। দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়লেও ক্রাইস্টচার্চ টেস্টে হারায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে দেশের মাটিতে পা রাখল মুমিনুলরা। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ দেশে ফিরলেন। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের নিজ নিজ দলে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited