অনলাইন ডেস্ক :
নাটোরের লালপুরে আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে বলে জানা গেছে। সংবাদ সূত্রে জানা যায়, এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের নিকটে শুক্রবার রাত সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। উক্ত ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানায় সংবাদ সূত্র। এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের বরাত দিয়ে সংবাদ সূত্র জানায়, ইঞ্জিনের সমস্যা থেকে এই আগুন লেগেছে। এতে কোন যাত্রীর কোনো প্রকার ক্ষতি হয়নি। এবং উক্ত স্টেশনের ৫ নম্বার লাইনে এই ঘটনা ঘটায় ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেনি। এবিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) বরাতে সংবাদ সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশীর আওতাধীন রাজশাহীর রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ১৮ নম্বর আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক কর্মচারী ও ট্রেনে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited