সজীব আল হোসাইন | প্রবাস ডেস্ক |
ইতালির ভেনিসে বসবাসরত নরসিংদী জেলার ৬টি উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত নরসিংদী জেলা সমিতি ভেনিস এর কার্যকরী পরিষদের আংশিক কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে আহবায়ক কমিটির আহবায়ক হোসেন আলী'র সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর রউফ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নবগঠিত কমিটির সদস্যদের সাধুবাদ জানিয়ে আগামীতে বিভিন্ন কর্মসূচিসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন ও সাবেক প্রধান উপদেষ্টা বিল্লাল হাসাইন।দ্বিতীয় অধিবেশনে মোস্তাক আহম্মেদ'কে সভাপতি,সুমন সরকার'কে সিনিয়র সহ-সভাপতি,রায়হান প্রধানকে সাধারণ সম্পাদক,আলমগীর রউফ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে একটি আংশিক কমিটির ঘোষণা করেন।নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দরা এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদেরকে নতুন করে এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবে এবং নবনির্বাচিত সদস্যরা আগামী দিনে ঐক্যবদ্ধ করে সংগঠনের সকলকে সাথে নিয়ে এই সংগঠনকে আরো সুদূর প্রসারে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় বিভিন্ন ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited