প্রযুক্তি ডেস্ক :
চীন সরকার নতুন ডাটা গোপনীয়তা আইন পাস করেছে। ব্যক্তিগত তথ্যগুলো কেমন করে সংরক্ষণ করা হবে এবং তা কিভাবে ব্যবহৃত হবে সে বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করবে আইনটি। জানা গেছে নভেম্বরের প্রথম দিন থেকে কার্যকর হবে ঐ আইন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন বলা হয়েছে, আইনটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের ভোক্তাদের ডাটায় প্রবেশ এবং সেগুলো ব্যবহার করা উল্লেখযোগ্যভাবে কঠিন করে দেবে। চাইলে আইনটির মাধ্যমে ভোক্তারা ‘টার্গেটেড’ বিজ্ঞাপন বন্ধ রাখতে এবং “অতিরিক্ত ডাটা সংগ্রহ” বাদ দিতে পারবেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া এক প্রতিবেদনে বলা হয়, গোপনীয়তা আইনটির কারণে বায়োমেট্রিক্স, মেডিকেল ডাটা, আর্থিক অ্যাকাউন্ট এবং অবস্থান ডাটার মতো স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের সময় ব্যক্তির সম্মতি নিতে হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। এ সপ্তাহের শুরুতে চীনের কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা উইচ্যাটসহ কয়েক ডজন অ্যাপ খুঁজে পেয়েছেন যেগুলো মানুষের যোগাযোগ ও অবস্থান ডাটা স্থানান্তরে নৈতিকতার ধার ধারেনি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited