বিনোদন ডেস্ক :
খুব শীঘ্রই আসছে বাংলা সঙ্গীতের জনপ্রিয় গীতিকার-সুরকার জুটি জাহিদ আকবর ও আরেফিন রুমী'র নতুন গান। গানের শিরোনাম 'তোমায় হারিয়ে ফেলেছি'। দীর্ঘদিন ধরে এই জুটির এক সঙ্গে কোন গান আসছে না।
অবশেষে এই জুটির ভক্ত-শ্রোতাদের অপেক্ষার পালা শেষ হয়ে আসছে।
'তোমায় হারিয়ে ফেলেছি' নামের নতুন এই গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এবং সুর, সঙ্গীত ও গায়কী আরেফিন রুমির। গানটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'মায়ায় থেকো' নাটকে। মোস্তফা কামাল রাজের আগ্রহের কারণেই মূলত গানটি তৈরি হয়েছে।
গীতিকার জাহিদ আকবর বলেন, 'আরফিন রুমির সাথে আমি বরাবরই গান লেখায় ভালোবাসা বোধ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালোবাসা সবার জন্য।'
উল্লেখ্য, জাহিদ আকবর ও আরেফিন রুমি জুটির জনপ্রিয় গানগুলো হল- ‘তোমার চোখে আকাশ আমার চাঁদ উজার পূর্ণিমা’, ‘মনের একলা ঘরে’, ‘ভেজা ভেজা হাওয়াতে’, 'কিছু কথা আকাশে পাঠাও' প্রভৃতি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited