অনলাইন ডেস্ক :
প্রথম দিনেই শেষ হওয়ার পথে ছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংস। তবে শেষ উইকেট জুটিতে দিনটি পার করে টাইগার বাহিনী। এবার দ্বিতীয় দিনের শুরুতে সেই শেষ জুটি নামে ব্যাটিংয়ে। আর প্রথম বলেই নিউজিল্যান্ড উইকেট পেলে শেষ হয় বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এর আগে প্রথম দিনে ৮৫ ওভার খেলে ৯ উইকেটে ৩১০ রান করেছে টিম টাইগার। দ্বিতীয় দিনের প্রথম বলেই গুটিয়ে যায় বাংলাদেশ।
শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৩৯ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওপেনার জাকির হাসান। এরপরে নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় হাল ধরার চেষ্টা করেন। ব্যক্তিগত ৩৭ রান করে আউট হন শান্ত। এরপরে মুমিনুল হক এসে জয়কে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। জুটিতে ৮৮ রান হলে আউট হন মুমিনুল। তিনি ফেরেন ৩৭ রান করে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited