অনলাইন ডেস্ক :
চীনের মুদ্রা ইউয়ানে (সিএনআই) দিয়ে লেনদেন করতে অ্যাকাউন্ট খুলতে পারবে দেশের ব্যাংকগুলো। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবারের নতুন এই নির্দেশনার কারণে ইউএস ডলার, ইউরো, জাপানি ইয়েন, যুক্তরাজ্যের পাউন্ড ও কানাডিয়ান ডলারের মত বৈদেশিক মুদ্রা দিয়ে লেনদেন সম্পন্ন করতে চীনের মুদ্রা ইউয়ান কিনতে ব্যাংকগুলোর অথরাইজ ডিলার (এডি) শাখাগুলোকে অনুমোদন দিলো কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৮ সালের অগাস্টে এক নির্দেশনায় চীনের সঙ্গে লেনদেন সহজ করতে ইউয়ান দিয়ে সরাসরি আমদানি ও রপ্তানি দায় নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited