জাতীয় ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮২ জন। দেশে সেপ্টেম্বরের ১৬ দিনে ৪ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৪৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৪৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ২০০ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩ হাজার ৭৬১ জন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited