অনলাইন ডেস্ক :
নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মেঘের কপাট’ নিয়ে দুটি চ্যানেলের নিয়মিত প্রভাতী আয়োজনে দেখা যাবে অভিনেতা ও লেখক রেজাউর রহমান রিজভীকে। অনুষ্ঠান দুটি হলো এটিএন বাংলার ‘চায়ের চুমুকে’ ও বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’।
মোস্তাক এইচ মাশুকের প্রযোজনায় এটিএন বাংলার ‘চায়ের চুমুকে’ প্রচারিত হবে আগামী ২১ নভেম্বর সকাল ৭-৩০ মিনিটে এবং আফিয়া বৃষ্টির প্রযোজনায় বাংলাভিশনে ‘দিন প্রতিদিন’ প্রচারিত হবে আগামী ২৮ নভেম্বর সকাল ৮-৩০ মিনিটে। দুটি অনুষ্ঠানেই সম্প্রতি মুক্তি পাওয়া ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে নিজের অভিনয় প্রসঙ্গে কথা বলবেন রিজভী।
এছাড়া তার নিজের সাম্প্রতিক অন্যান্য কাজের বিষয়েও দর্শকদের জানাবেন তিনি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited