অনলাইন ডেস্ক :
চিলির মন্যুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারি ভেঙ্গে পড়ে কমপক্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবটির উন্মুক্ত অনুশীলন সেশন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গনমাধ্যম।
জানা গেছে, সেদিন কোনো আনুষ্ঠানিক ম্যাচ ছিল না, কোনো প্রস্তুতি ম্যাচও নয়। ছিল কোলো-কোলো ক্লাবের উন্মুক্ত ট্রেইনিং সেশন, তা দেখতেই সমর্থকরা হাজির হয়েছিলেন মাঠের গ্যালারিতে। ক্লাব সঙ্গীত গেয়ে, স্লোগানে মুখরিত করে রেখেছিলেন স্টেডিয়ামের চারপাশ। বাংলাদেশের ফুটবলে কান পাতলেই শোনা যায় দর্শকের জন্য হাহাকার। প্রিমিয়ার লিগের ম্যাচ চলে মাঠে, কিন্তু দর্শকদের দেখা পায় না অনেক ম্যাচ। সেখানে চিলিতে গত শুক্রবার কোনো প্রকার প্রতিযোগিতামূলক ম্যাচ না হওয়া স্বত্বেও ভক্তরা হাজির ছিলেন মাঠে। কিছু কিছু ভক্ত তো আবার আরেক কাঠি সরেস! উঠে বসেছিলেন বসার জায়গার পেছনে পিলারে, যেন প্রিয় দলকে আরেকটু ভালো ভাবে দেখা যায়। এরপরই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটা। স্টেডিয়ামের বসার জায়গাটা ধসে পড়ে। যার ফলে হতাহতের এই ঘটনাটা ঘটেছে।
পিলারে উঠে বসার কারণে সেই স্টেডিয়াম ধসের ঘটনাটা ঘটে থাকতে পারে, তবে সেই ঘটনার পেছনে মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে আগে থেকে থাকা অবকাঠামোগত সমস্যাকে। এই সমস্যার ফলেই গত শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited