
অনলাইন ডেস্ক :
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মশার লার্ভা পাওয়ায় ৯টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সিটির আওতাধীন অঞ্চল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এলাকায় মোট ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এসময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪৬৩টি নির্মাণাধীন স্থাপনা ও বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়ে ডিএসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, এডিস নিধনে মাসব্যাপী দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited