অনলাইন ডেস্ক :
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের ছুড়ে দেওয়া ৩২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের ছুড়ে দেওয়া ৩২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩২৬ রানের বড় সংগ্রহ করে ভারত। জবাবে রবীন্দ্র জাদেজা আর মোহাম্মদ শামির বলে বিধ্বস্ত হয়ে প্রোটিয়ারা গুটিয়ে গেছে মাত্র ৮৩ রানে। ফলে ২৪৩ রানের বিশাল ব্যবধানের জয়ে আট ম্যাচের সবগুলো জিতে প্রথম রাউন্ডে শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছে ভারত।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited