অনলাইন ডেস্ক :
তুরস্কের রাজধানী আঙ্কারার একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "রাজধানী আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে পাঁচ জন শ্রমিক নিহত হয়েছে।" বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। এই কারখানার মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এমকেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এই কারখানা। আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কর্মী ওই কারখানার মধ্যে আটকা পড়েনি। রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited