অনলাইন ডেস্ক :
পদ্মায় তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ফেরি বন্ধ রয়েছে। এদিকে, দুই দিনের ছুটিতে ফেরির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায়। এতে ওই ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় প্রবল স্রোত থাকায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ রয়েছে। এতে ওই রুটের যানবাহন পাটুরিয়ামুখী হয়েছে। এ ছাড়া দুই দিনের ছুটি থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় পারাপারও হচ্ছে ধীরগতিতে। এতে যানবাহন জমে গিয়ে পাটুরিয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিআইডাব্লিউটিসি সূত্র জানায়, সকাল ৭টার দিকে ঘাট থেকে চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে জরুরি যানবাহন ও যাত্রীবাহী পরিবহনকে অগ্রাধিকার দিতে হয়। ফলে সৃষ্টি হয় ট্রাকের জ্যাম। দীর্ঘ সময় আটকে থেকে শ্রমিক ও ব্যবসায়ীরা পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited