অনলাইন ডেস্ক :
সম্প্রতি নবীন গায়িকা তসিবা বেগমের কণ্ঠে দেশজুড়ে ভাইরাল হয় ‘নয়া দামান’ গানটি। এবার এই গায়িকার জন্য তিনটি গানের কথা ও সুর করেছেন দেশের জনপ্রিয় গীতিকার-সুরকার হাসান মতিউর রহমান। গানগুলোর শিরোনাম ‘লন্ডনী বন্ধু’, ‘ফাঁস দিয়ে মরবো’ এবং ‘প্রেমের এমন গুণ’।
কদিন আগেই গানগুলোতে তসিবার কণ্ঠ ধারণ করেন হাসান মতিউর রহমান। গানগুলো নিয়ে তিনি বেশ আশাবাদীও।
হাসান মতিউর রহমান বলেন, ‘এই গানগুলোর সবগুলো ফোক ধাঁচের। তসিবার গলায় এই ধাঁচের গানই ভালো মানায়। নিজের গুণ দিয়েই সে ভাইরাল হয়েছিল। আমার বিশ্বাস এই মৌলিক ফোকগুলোও তার কণ্ঠে শ্রোতারা উপভোগ করবেন।’
তিনি আরও যোগ করেন, ‘তসিবার কণ্ঠে আলাদা একটা কিছু আছে। আঞ্চলিক উচ্চারণ কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে সে অনেক ভালো করবে। আমি তার সাফল্য কামনা করি।’
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান চেনাসুর ও চেনাসুর মিউজিকের ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করবেন বলেও জানান এই গীতিকার-সুরকার।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited