অনলাইন ডেস্ক :
ঢাকা পুলিশ সুপার এর নিকট থেকে ঢাকা জেলার শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসাবে সার্টিফিকেট পেলেন সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ও ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান।
পুলিশ উপ-পরিদর্শক মোখলেছুর রহমান সাম্প্রতিক সাভারের এক হত্যাকাণ্ডের মরদেহ উদ্ধারের তিন ঘণ্টার মধ্যেই অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেপ্তার করে প্রশংসিত হন। এছাড়া এর আগেও তিনি আসামী গ্রেফতারের ক্ষেত্রে একাধিক সফল অভিযান পরিচালনা করেছেন।
বর্তমানে সাভার থানায় কর্মরত উপ-পরিদর্শক মোখলেছুর রহমান এর আগে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত ছিলেন। তিনি ভৈরব থানায় থাকাকালীন সফলতার সাথে একাধিক সফল অভিযান পরিচালনা করেছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited