
অনলাইন ডেস্ক :
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি অভিনীত সিনেমা ‘শেরশাহ’। এমন সময়ে নতুন করে সামনে এসেছে তাকে নিয়ে নেটিজনদের করা ট্রল। কিয়ারার রূপে মুগ্ধ অনেকেই। আবার কেউ কেউ তার সৌন্দর্য নিয়ে কটাক্ষ করেছেন। বলেছেন তার চেহারা নাকি প্লাস্টিক সার্জারি করা! সম্প্রতি আরবাজ খানের টক শো ‘পিঞ্চ সিজন ২’তে অংশ নিয়ে তাকে নিয়ে করা ট্রলের জবাব দিয়েছেন কিয়ারা। তিনি বলেন, ‘এসব সত্য নয়। এমনই গুজব ছড়িয়েছে যেটাতে আমার নিজের মনেও সংশয় দেখা দিয়েছিল। আমিও তখন ভেবেছিলাম, আসলে এমন কিছু করিয়েছি!’ শোতে আরবাজ খান বেশ কিছু ভক্তদের করা প্রশ্ন কিয়ারার সামনে তুলে ধরেন। কিয়ারার কাছে প্রশ্ন করা হয়, অনেকেই তাকে অহংকারী বলেন, কথাটা কতোটা সত্য? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘এমনি এমনি তো আর কোনও ছবি হাতছাড়া করি না। নিশ্চয় তার পেছনে কোনও কারণ থাকে। তবে আগের-পরের বিষয় না ভেবেই তারকাদের সম্পর্কে এ ধরনের মতামত চাপিয়ে দেওয়া ঠিক না।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited