অনলাইন ডেস্ক :
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা মাহেনুর বেগম (৫০) ও তার মেয়ে নাসরিন বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো ৩ জন।শুক্রবার (০৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুজ্জামান জানান, মাহেনুর বেগম মাঝেরচর এলাকার সালাম হাওলাদারের স্ত্রী এবং নাসরিন বেগম তার মেয়ে।
তিনি জানান, মেহেন্দিগঞ্জের মাঝেরচর থেকে দড়িরচর খাজুরিয়ায় এক স্বজনের জানাজায় যাওয়ার পথে ২৫ জন যাত্রী নিয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। এরপর সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও দুই জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।
ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া জীবিত উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান মো. শহিদুজ্জামান।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited