অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতলেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বোল্টকে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এছাড়া নারীদের টি-টোয়েন্টিতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার সোফি ডিভাইন। গত বছর জাতীয় দলের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বোল্ট শিকার করেন ২৩টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে ৭ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বছরজুড়ে এমন দারুণ ফর্মে থাকায় পুরস্কারটি নিজের করে নিয়েছেন এই পেসার। বর্ষসেরার পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করে বোল্ট বলেন, ‘টি-টোয়েন্টি আমি সত্যিই উপভোগ করি। আর এই সংস্করণে আরও ভালো বোলার হতে আমি ক্রমাগত আমার খেলাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা আমার জন্য বড় পাওয়া, বিশেষ কিছু এবং পুরস্কারটা পেয়ে আমি কৃতজ্ঞ বোধ করছি।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited