মোহাম্মদ সাইফউদ্দিনের পর আসন্ন টি-টেন লিগে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দল পেলেন জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদকে দলে ভিড়িয়েছে টি-টেন আসরের সাবেক চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে জুনায়েদের দল পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন জুনায়েদ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাত্র ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সবমিলিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক অঙ্গনে জুনায়েদের রান ১৫৯, গড় ২৩, স্ট্রাইকরেট ১৪৭।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited