অনলাইন ডেস্ক :
ভয়ংকর সাইবার হামলার কবলে টিকটক। ২০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা। এমনটাই জানিয়েছে একাধিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা।
চীনা কোম্পানি টিকটকের অ্যাপ সার্ভার থেকে গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ করেছেন তারা। তারা জানিয়েছেন, টিকটক সার্ভার থেকে বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সেখানে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল ডেটাও আছে। সুরক্ষার জন্য দ্রুত সব টিকটক গ্রাহককে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অ্যাকাউন্টের সুরক্ষা আঁটসাঁট করতে টু- ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল করার পরামর্শ দেয়া হয়েছে। ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছিল টিকটক সার্ভার থেকে ডেটা হ্যাক হয়েছে। ২০০ কোটির বেশি গ্রাহকের তথ্য প্রকাশ্যে এসেছে বলে এই রিপোর্টে দাবি করা হয়। হ্যাক হওয়া এই ডেটার সাইজ প্রায় ৭৯০ জিবি বলেও দাবি করা হয় এই রিপোর্টে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited