অনলাইন ডেস্ক :
চায়ের দেশ শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে। শনিবারসহ (২৭ নভেম্বর) গত তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ এলাকায়। শ্রীঙ্গলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে নভেম্বর মাসের শুরুতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) আবহাওয়া সহকারী শাহিনুল ইসলাম বলেন, গত তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। শুক্রবার (২৬ নভেম্বর) ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীত বাড়তে শুরু করায় জেলার বিভিন্ন উপজেলায় বেড়েছে শীত জনিত বিভিন্ন রোগের প্রকোপ। এ সময় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited