অনলাইন ডেস্ক :
ইকুয়েডরের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হলো আর্জেন্টিনাকে। কোপা আমেরিকার চলতি আসরে প্রথম গোল হজম করে বিপদে পড়তে যাচ্ছিল তারা। হাউস্টনে ঘটনাবহুল নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। লিওনেল মেসি শট মিস করলে আর্জেন্টাইন ভক্তদের বুক কেঁপে উঠেছিল। তবে এমিলিয়ানো মার্টিনেজ তাদের আনন্দে ভাসান। গত কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার গোলপোস্ট শক্ত হাতে সামলে রাখা এই কিপার দারুণ দুটি সেভ করেন। তাতে ৪-২ গোলে জিতে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা পঞ্চমবার সেমিফাইনালে উঠে গেলো।
ভেনেজুয়েলা বনাম কানাডার ম্যাচ বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ম্যাচ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited