অনলাইন ডেস্ক :
মেজর লিগ সকারে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এবার কলম্বাসকে হারিয়েছে জেরার্দো মার্তিনোর দল।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ২-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।
ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় মায়ামি। কর্নার কিকে হেডে স্বাগতিকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন ইয়ান ফ্রে। ২১তম মিনিটে সতীর্থের কাটব্যাক পেয়ে হেডে ব্যবধান দ্বিগুন করেন লিওনোর্দো কাম্পানা। গোছালো আক্রমণে ৪০তম মিনিটে ব্যবধান কমায় কলম্বাস। সতীর্থের ক্রসে খুব কাছ থেকে পা বাড়িয়ে টোকায় জালে বল জড়ান হুয়ান এর্নান্দেস।
দলের প্রধান তারকা লিওনেল মেসিকে ছাড়া টানা দ্বিতীয় জয় পেল মায়ামি। কোপা আমেরিকায় খেলতে যুক্তরাষ্ট্রেই আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক।
পুরো ম্যাচে গোলের আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু আর জালের দেখা মেলেনি। ৬৮ শতাংশ বলের দখল নিয়ে গোলের উদ্দেশে ১৭টি শট নেওয়া কলম্বাসও পারেনি হার এড়াতে। তাদের কেবল চারটি শট ছিল লক্ষ্যে। বিপরীতে ১২ শটের ৭টি লক্ষ্যে রেখেই বাজিমাত করে মায়ামি।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল মায়ামি। ২০ ম্যাচে ১২টি জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৪১। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে সিনসিনাটি।
বাংলাদেশ সময় আগামী ৩০ জুন রোববার সকালে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited