বিনোদন ডেস্ক :
বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইট আইনে মামলা করার জন্য আজ ঢাকার নিম্ন আদালতে গিয়েছিলেন জনপ্রিয় ব্যান্ডসংগীত তারকা মাহফুজ আনাম জেমস। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদনও করেন তিনি। কিন্তু জেমসের মামলা নেয়নি আদালত। এর পরিবর্তে তাকে রাজধানীর গুলশান থানায় মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। সাথে বলা হয়েছে, থানায় যদি মামলা গ্রহণ না করে তবে পুনরায় আদালতে যেতে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল। তিনি বলেন, আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেছিলেন জেমস। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে তাকে মামলা করার পরামর্শ দিয়েছেন। সেখানে মামলা না নিলে আদালতে যেতে বলা হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited