ক্রিকেট ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বিশাল এই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপের রানারআপ হিসেবে সুপার টুয়েলভে উঠেছে রিয়াদবাহিনী। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হওয়ায় সুপার টুয়েলভের গ্রুপ ‘ওয়ানে’ জায়গা হয়েছে বাংলাদেশের। সেই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপে আরো একটি দল আসবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ থেকে। ‘এ’ গ্রুপের শীর্ষ দলটি খেলবে এই গ্রুপে। প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’-তে দুর্দান্ত খেলছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। আগামীকাল শুক্রবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শানাকাবাহিনী। সে ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করলে শ্রীলঙ্কাও হবে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited