অনলাইন ডেস্ক :
নাট্যনির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে তাকে চলে যেতে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি আরও জানান, চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারকৃতদের নানা অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে। তিনি আসবেন। এই শর্তে তাঁকে ছাড়া হয়েছে। এর আগে শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited