বিনোদন ডেস্ক :
ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল 'সাথ নিভানা সাথিয়া'র 'গোপি বাহু' চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। যেই চরিত্রকে সবসময় বাঙালি নারীর পোশাক শাড়ি ও গহনায় দেখে অভ্যস্ত দর্শকরা, সেই চেনা গোপি-ই এবার হাজির হলেন নতুন এক অবতারে। তার বেলি ড্যান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন তিনি। কিন্তু ভিডিওটি পোস্ট করার পর নেটিজেনদের নানা প্রশ্নে জর্জরিত হয়েছেন এই অভিনেত্রী। অনেকে তার শরীরের মেদ নিয়েও সমালোচনা করছেন সেখানে। একজন লেখেন, 'মোটা নারী।' আরেকজন লিখেন, 'গোপি বাহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?' প্রশ্ন ছুড়ে দিয়ে আরেকজন লেখেন, 'এটা কেমন ব্যবহার গোপি বাহু?' দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লেখেন, 'আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।'
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited