অনলাইন ডেস্ক :
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিধসে অন্তত ১৯ জন মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ আছেন আরও কমপক্ষে পাঁচজন।
রোববার (৪ জুন) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে সিচুয়ানের দক্ষিণের লেশান শহরের কাছের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই ভূমিধসে ১৯ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ভূমিধসের স্থানে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।এক সপ্তাহ ধরে লেশান শহরে ভারি বৃষ্টিপাত চলছে বলে দেশটির আবহাওয়া ট্র্যাকিং তথ্যে জানা গেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited