আন্তর্জাতিক ডেস্ক :
চীনের তৈরি চালক বিহীন সশস্ত্র ড্রোন ক্রয় করে বিপাকে পড়েছে পাকিস্তানের বিমান বাহিনী। কারণ সেগুলো কোনো কাজে লাগানো যাচ্ছে না। এ বিষয়ে পাকিস্তান বারবার সাহায্যের আবেদন জানালেও সাড়া দিচ্ছে না চীন। ত্রুটিযুক্ত ওই তিনটি ড্রোন বানিয়েছে চীনের চেংদু এয়ারকাফ্ট ইন্ড্রাস্ট্রি গ্রুপ এবং ড্রোন বিক্রি করেছে চীনের ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএটিআইসি)। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিমান বাহিনীতে তা অন্তর্ভূক্ত করা হয়্। ড্রোনগুলো আকাশে উড়ানোর কথা থাকলেও তা এখন ভূমিতেই পড়ে আছে। এর আগেও ড্রোনে ত্রুটি দেখা দেওয়ায় চীনের একটি প্রতিনিধি দল এসে সেগুলো মেরামত করেছিল। এবার ড্রোন মেরামত ও রক্ষণাবেক্ষণে আরও প্রশিক্ষিত দল পাঠাতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। তবে চীনের ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন এখনো সে অনুরোধে সাড়া দেয়নি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited