অনলাইন ডেস্ক :
দেশের মোবাইল নির্মাতাদের উঠে দাঁড়াতে দিতে চীনের সাশ্রয়ী মোবাইল ফোন বিক্রি সীমিত করলো ভারত। এর মধ্যে শাওমির মোবাইলও রয়েছে।
আলজাজিরার তথ্যমতে, ১২ হাজার রুপি বা দেড়শত ডলারের নিচের ফোনগুলোতে এই নির্দেশনা কার্যকর হবে। সাশ্রয়ী ফোনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাজারে চীনের আধিপত্য ঠেকাতে মূলত এমন পদক্ষেপ। এই সিদ্ধান্তে ভারতে, বিশেষ করে শাওমি এবং এর সহযোগী ফোনগুলোতে প্রভাব পড়বে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। কোভিড মহামারিতে লকডাউনের প্রভাবে ভারতের বাজারই ছিল প্রতিষ্ঠানগুলোর একটি উপযুক্ত বাজার। মার্কেট ট্র্যাকার কাউন্টার পয়েন্টের দেয়া তথ্য অনুযায়ী, দেড়শ ডলারের নিচের ফোনগুলো ভারতে ২০২২-এর তৃতীয় ত্রৈমাসিকের বিক্রির ৮০ শতাংশ শিপমেন্ট-এ প্রভাব ফেলেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited