খেলা ডেস্ক :
বার্সেলোনাকে বিদায় বলার ক্ষণে লিওনেল মেসির মনে পড়েছিল দানি আলভেসের কথা। জানিয়েছিলেন, একসময়ের সতীর্থের ট্রফি জয়ের রেকর্ড স্পর্শ করাই তার আগামীর লক্ষ্য। পরের দিনই আবেগময় এক পোস্টে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দিলেন প্রতিউত্তর-চাইলেই তুমি আমাকে ছাড়িয়ে যেতে পারো। ইনস্টাগ্রামে সোমবার একটি ছবি পোস্ট করেছেন আলভেস। ছবিতে মেসিকে কাঁধে নিয়ে গোল উদযাপন করছেন তিনি। ক্যাপশন দিয়েছেন আবেগঘন। নিজেদের বিশাল দেনার ভার আর লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধার কারণে মেসির সঙ্গে চুক্তি করতে পারেনি বার্সেলোনা। এরপর গত রোববার সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনা অধিনায়ক। “সবার চেয়ে সেরা (মেসি), তুমি যখনই চাও আমাকে ছাড়িয়ে যেতে পারো, এটা হবে তোমার জন্য আমার আরও এক অ্যাসিস্ট। আমার জীবনসঙ্গীর পর তুমি হলে আমার সেরা জুটি। আমাদের যা দিয়েছো, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ সবকিছু ভাগাভাগি করার জন্যে এবং তোমার গল্পের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ায়।”
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited