অনলাইন ডেস্ক :
বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা রিচা চাড্ডা ও আলি ফজল। অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন তারা। যদিও ২০১৯ সালে আলির কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর ২০২০ সালে বিয়ের কথা ভেবেছিলেন রিচা। কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি।
সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আলি-রিচা। এরই মধ্যে পুরোদমে তাদের বিয়ের আয়োজন চলছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই চর্চায় রয়েছে তাদের বিয়ের খবর। যদিও বিয়ের অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি দুজনের কেউই। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিচা বলেন, আমার মনে হয়, এ বছরই বিয়ে হবে। যেভাবেই হোক সেটা করে নেবো। সংবাদ প্রতিদিনের খবর অনুসারে, সেপ্টেম্বরের শেষের দিকে একদমই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরে ফেলবেন আলি-রিচা। তবে বিয়ের অনুষ্ঠান করা হবে অক্টোবরের গোড়ার দিকে। প্রথমে দিল্লি, পরে মুম্বাইতে করা হবে পাঁচদিনের অনুষ্ঠান। জানা গেছে, মুম্বাই ও দিল্লির রিসেপশনে উপস্থিত থাকার কথা রয়েছে আলি ও রিচার কাছের বন্ধু-বান্ধবসহ আত্মীয়-স্বজনদের। এমনকি শোনা যাচ্ছে, সেদিন ঘটা করে ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান করা হবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited