বিনোদন ডেস্ক :
২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ বিমান ছিনতাইচেষ্টার ঘটনাটা বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। সে বিমান ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র আট মিনিটের মধ্যে প্যারা কমান্ডো অভিযানে জিম্মিদশা থেকে মুক্ত হয়েছিল বিমানটি। ওই অভিযানে নিহত হন ছিনতাই চেষ্টাকারী যুবক পলাশ আহমেদ। তিনি নায়িকা সিমলার সাবেক স্বামী। এবার এটি নিয়েই নির্মাণ হচ্ছে চলচ্চিত্র। এটি তৈরি করছেন ‘পদ্মাপুরাণ’ খ্যাত পরিচালক রাশিদ পলাশ। যেখানে নায়িকা হিসেবে দেখা যাবে ইয়ামিন হক ববিকে। বিষয়টি নিয়ে রাশিদ পলাশ বলেন, ‘ছবিটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। শুধু আমিই গত সপ্তাহে নির্মাতা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। ববিরটা এখনও আনুষ্ঠানিক নয়। সব ঠিক থাকলে আগামী বছর এর কাজ হবে।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited