অনলাইন ডেস্ক :
বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালান। তবে আর দশটা নায়িকার চেয়ে তিনি একটু ভিন্ন। তাই তো কিশোরী জীবনের গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানান, বিদ্যা তখন কিশোরী। তার প্রিয় পরিচালক সত্যজিৎ রায়। পরিচালকের তৈরি সিনেমা ‘মহানগর’ বিদ্যাকে ভেতর থেকে যে কতটা প্রভাবিত করেছিল, তা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। তার আক্ষেপ, ‘সত্যজিৎ রায় যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, তার সব ছবিতে অভিনয় করতে পারতাম’!
তিনি আরও জানান, প্রিয় পরিচালককে একবার চিঠিও লিখেছিলেন বিদ্যা। কিন্তু চিঠিটি তাকে পাঠানো হয়নি। তারপর একদিন জানতে পারেন মারা গেছেন সত্যজিৎ রায়। খুব কষ্ট পেয়েছিলেন তিনি। আজ যখন তিনি প্রতিষ্ঠিত অভিনেতা, তখন সেই কষ্টটা আরও বেড়ে গেছে। কারণ প্রিয় পরিচালকের ছবিতে অভিনয় না করতে পারার যন্ত্রণা থেকেই যাবে।
ছোট থেকেই বাংলা সিনেমা দেখে বড় হয়েছেন বিদ্যা বালান। সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ ছবির নায়িকা মাধবী মুখার্জির ছোট বেলার চেহারার সঙ্গে অনেকই বিদ্যার মিল খুঁজে পান। আর এটা যখন কেউ বলেন, তিনি খুবই খুশি হন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited