অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার ভোক্তা নিয়ন্ত্রক সংস্থার তদন্তে প্রতিযোগিতা ব্যাহত করার অভিযোগ প্রমাণ হওয়ার পর গুগল ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিতে রাজি হয়েছে।
গুগলের বিরুদ্ধে অভিযোগ ছিল, দেশটির দুই শীর্ষ টেলিকম কোম্পানি টেলস্ট্রা ও অপটাসকে অর্থ দিয়ে গুগল অ্যান্ড্রয়েড ফোনে তাদের সার্চ অ্যাপ প্রি-ইনস্টল করেছিল, যাতে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলো বাদ পড়ে যায়। এই চুক্তি কার্যকর ছিল ২০১৯ সালের শেষ থেকে ২০২১ সালের শুরু পর্যন্ত।
অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) জানিয়েছে, এই ব্যবস্থার ফলে প্রতিযোগিতায় বড় ধরনের প্রভাব পড়েছিল। তবে গুগল এখন আর এ ধরনের চুক্তি করছে না এবং জরিমানা দিতে সম্মত হয়েছে।
এসসিসিসির চেয়ার জিনা-ক্যাস গটলিয়েব বলেন, এই রায় অস্ট্রেলিয়ার লাখো ব্যবহারকারীর জন্য ভবিষ্যতে আরও বেশি সার্চ বিকল্পের সুযোগ তৈরি করবে এবং প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলোও বাজারে প্রবেশের সুযোগ পাবে।
গত সপ্তাহে এপিক গেমস কর্তৃক আনা মামলায় আদালত বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ও অ্যাপলের বিরুদ্ধে রায় দিয়েছে। পাশাপাশি গত মাসে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের তালিকায় ইউটিউবকেও যুক্ত করা হয়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় গুগলের জন্য এটি এক কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited