লোকমান হোসেন | বিনোদন ডেস্ক |
মুক্তি পেল কন্ঠশিল্পী এস এ আপনের নতুন গান 'পাখিটি পোষা ছিল রে'।
এমনই এক পাখির প্রেমের
এতোই ছিলাম কানা
পাখিটি পোষা ছিলোরে
ছিলো না পোষ মানা.....
এমন চমৎকার কথায় গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন মাসুদ আহমেদ আর সংগীতায়োজন করেছেন অনু মোস্তাফিজ। গানটির মডেল ছিলেন রুবাইয়াত আরা রোসা আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আল আমিন মাসুদ। 'ভয়েস গার্ডেন' এর ব্যানারে গানটি মুক্তি পেয়েছে। কন্ঠশিল্পী,গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক গানটি সবার মনে দাগ কাটবে বলে আশাবাদী।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited