অনলাইন ডেস্ক :
এক হাতের উপরে ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ ৫০টি পেন্সিল রেখে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখাল কিশোরগঞ্জের ভৈরবের মনিরুল ইসলাম (২১)। এ স্বীকৃতির বিষয়টি রোববার বিকালে জানান তিনি।
মনিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের পুত্র। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করায় এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতার বিষয়টি দেখে সেদিন থেকে বাবা-মা এবং বন্ধুদের উৎসাহে চর্চা শুরু করেন মনিরুল ইসলাম। বারবার চেষ্টায় সফল হয়ে গত জুন মাসে ভিডিও প্রেরণ করে এ স্বীকৃতি অর্জন করেন।
এই ক্যাটাগরিতে ৩০ সেকেন্ডে ৪০টি পেনসিল হাতের ওপর রাখার রেকর্ড গড়েছিলেন ঢাকার মিরপুরের বাসিন্দা সিয়াম। তিনি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। এর আগে গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির নাগরিক সিলভা ৩০ সেকেন্ডে ৪২টি পেনসিল হাতের ওপর রাখার কৃতিত্ব অর্জন করেন। তার এই রেকর্ড ব্রেক করে ৩০ সেকেন্ডে ৫০টি পেনসিল হাতের ওপর রেখে মনিরুল ইসলাম গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখান মনিরুল ইসলাম।
তথ্যসূত্র : যুগান্তর।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited